Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীফের পাশে দাঁড়ালেন পবিপ্রবি’র সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৪

বরিশাল: দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ‘জাস্টিস ফর শরীফ উদ্দিন’ হ্যাশট্যাগে ফেসবুকে সোচ্চার হয়েছেন তারা। অনেকেই ফেসবুকে প্রোফাইল কালো করে দিয়ে নীরব প্রতিবাদ করছেন।

সদ্য চাকরিচ্যুত শরীফ উদ্দিন পবিপ্রবি’র অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম তৃতীয় ব্যাচের ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা লিখেছেন, “#হোক_প্রতিবাদ, ডা. মো. শরিফ উদ্দিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডিভিএম ৩য় ব্যাচের ছাত্র ছিলেন। দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক হিসেবে চট্টগ্রামে কর্মরত অবস্থায় কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে ৩ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, রোহিঙ্গা নাগরিকদের ২০টি এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশকিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন। এতে তিনি অনেকের ‘চক্ষুশূল’ হয়ে উঠেছিলেন। তার ফলাফল হলো চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি। এখানেই শেষ না। এখন তাকে ‘অজ্ঞাত’ কারণে চাকরিচ্যুত করা হলো। আমরা সবাই গণমাধ্যমে জেনেছি তিনি একজন সৎ কর্মনিষ্ঠ ব্যক্তি৷ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় দুর্নীতিবাজদের প্রভাবের কারণে তাকে স্বল্প সময়ে চাকুরীচ্যুত করা হয়েছে। আসুন সবাই মিলে আওয়াজ তুলি। সততার জয় হোক।#justiceforsarifuddin”

বিজ্ঞাপন

পবিপ্রবি’র সাবেক শিক্ষার্থী আরিফুর রহমান বলেন, ‘শরীফ উদ্দিনের দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে সংক্ষুব্ধ পক্ষগুলো বিভিন্ন সময়ে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়েছে। অথচ ৫৪(২) বিধি প্রয়োগের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এ অবস্থায় শরীফ উদ্দিনকে অমানবিক অপসারণ আদেশ প্রত্যাহার ও কমিশনের কর্মকর্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের এমবিএ ২য় সেমিস্টারে অধ্যয়নরত রোজোয়ানা হিমেল বলেন, ‘সততার জয় যাতে নিশ্চিত হয় সেজন্য প্রধানমন্ত্রীর কাছে পবিপ্রবির সাবেক শিক্ষার্থী শরীফ উদ্দিন ভাইকে চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি।’

সারাবাংলা/এমও

জাস্টিস ফর শরীফ উদ্দিন পবিপ্রবি মো. শরীফ উদ্দিন শরীফ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর