প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে: বস্ত্র ও পাটমন্ত্রী
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৩
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেছেন, ‘প্রাণিসম্পদ খাতে বিপ্লব এসেছে। প্রাণিসম্পদ খাতে দেশ এগিয়ে গেছে। মাছ, মাংসে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বর্তমান সরকারের পোল্ট্রি ও ডেইরি খাতে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণের ফলে বিগত বছরগুলোতে ক্রমবর্ধমান হারে মাংস, দুধ ও ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদনের এই ধারাবাহিকতা অব্যাহত আছে।’
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘পুষ্টি মেধা দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্য সামনে রেখে এই আয়োজন করা হয়।
রূপগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ দফতর ও ভেটরেনারি হাসপাতালের আয়োজনে এ বছর প্রদর্শনীতে উপজেলার মোট ৪০টি এগ্রো ফার্ম অংশ নেয়। এবছর প্রদর্শনীতে ষাঁড় ক্যাটাগরিতে সিয়ান এগ্রো ফার্ম এবং গাভি ক্যাটাগরিতে নাবিল এগ্রো ফার্ম প্রথম স্থান অর্জন করে।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাতে বর্তমানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় এক কোটি মানুষ কাজ করছে। ফলে আমাদের দেশে বেকারত্ব দূর হচ্ছে, গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে। খাবারের চাহিদা যেমন মিটছে, পুষ্টি ও আমিষ গ্রহণের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ছে। পাশাপাশি রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখতে পারছি। আমার বিশ্বাস বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ হবে অন্যতম বৃহত্তম খাত। প্রাণিসম্পদ খাত হবে অর্থনীতির চাকাকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার খাত। সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।’
গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানোর দিকে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে। আমরা বিশ্বাস করি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদনের ধারা অব্যাহত থাকলে অচিরেই আমরা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারব।’
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার, রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিগান আহমেদ মোল্লা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমানসহ অনেক।
সারাবাংলা/এমও