Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চট্টগ্রামের দেয়ালে দেয়ালে বিপ্লবী বৈশাখ’


১২ এপ্রিল ২০১৮ ২১:৩২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: প্রায় একমাস ধরেই বাঙালির সার্বজনীন ঐতিহ্যের বিভিন্ন অনুষঙ্গের অবয়ব তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মাছ, হাতি, পাখিসহ বিভিন্ন অবয়ব শেষমুহুর্তে এসে রংতুলির নিবিড় আঁচড়ে পাচ্ছে প্রাণ। জীবন্ত হয়ে উঠছে একেকটি প্রাণীর প্রতিকৃতি, বাঙালির অমঙ্গল তাড়ানোর বিশ্বাসের প্রতীক। এর সঙ্গে এবার নতুন যোগ হয়েছে সাম্পান-পালকির মতো বাঙালির জীবনযাত্রা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোও।

ক্যাম্পাস জুড়ে বর্ণিল মুখোশের সমাহার। বাহারি রঙে যেমন বাঙালি ঐতিহ্যের পরিচয়ধারী প্রতিকৃতিগুলো, তেমনি চারুকলার আশপাশের সড়ক-দেয়াল। পহেলা বৈশাখের দুইদিন আগে নগরীর বাদশা মিয়া রোডের পুরো চারুকলা ইনস্টিটিউটটি হয়ে উঠেছে যেন এক রঙের ক্যানভাস। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সেই রঙ মানুষের মধ্যে ছড়াবে পহেলা বৈশাখের সকালে। মানুষের বার্তা দেবে অসাম্প্রদায়িক বাংলাদেশের।

প্রতিবছর পহেলা বৈশাখকে সামনে রেখে চারুকলা ইনস্টিটিউটের আশপাশের দেওয়ালে এবং সড়কে আল্পনা আঁকেন শিক্ষার্থীরা। গত বছর দুর্বৃত্তরা দেওয়ালে কালি ছিটিয়ে সেই আল্পনা নষ্ট করে দিয়েছিল। শিক্ষার্থীরা বলেছেন, এবার তাদের শিল্পকর্মে দুর্বৃত্তদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিরোধের প্রত্যয়।

তবে মঙ্গল শোভাযাত্রার এবারের মূল উপজীব্য বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়নের জয়গান। ‘উন্নয়নের অভিযাত্রায় গর্বিত বৈশাখ’এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য।

দিনের আলো বিদায় নিয়েছে। নেমেছে সন্ধ্যার অন্ধকার। কিন্তু ব্যস্ততা কমেনি চারুকলার শিক্ষার্থীদের। সন্ধ্যায় চারুকলা ইনস্টিটিউটে গিয়ে দেখা গেছে, ক্যাম্পাসে ছড়িয়ে-ছিটিয়ে আছে হাতি, মাছ, বাঘ, পেচা, শখের হাঁড়ি, শিশু হরিণ, ছোট-বড়-মাঝারি আকৃতির পাখিসহ বিভিন্ন প্রতিকৃতি। ছাত্রছাত্রীরা বিভিন্ন মুখোশ আর প্রতিকৃতিতে তুলির আঁচড় দিচ্ছেন।

জয়নূল আর্ট গ্যালারির সামনে চারুকলার শিক্ষকরা তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। আবার কেউ কেউ বাদশা মিয়া সড়কের পাহাড় ঘেষে থাকা সীমানা দেওয়াল জুড়ে আঁকছেন মনোমুগ্ধকর বিভিন্ন চিত্র। ছায়া-সুনিবিড় শান্ত সেই সড়কও প্রাণ পাচ্ছে রঙের আল্পনায়।

চারুকলা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্র রাকিব হাসান সারাবাংলাকে বলেন, প্রতিবছর যেসব মুখোশ কিংবা প্রতিকৃতি আমরা তৈরি করি এবার তার মধ্যে কিছুটা ভিন্নতা এসেছে। এবার আমরা ইলিশ মাছ, মোরগ, ডামি পেচা, সাম্পান-পালকিও বানিয়েছি। সাম্পান-পালকি এগুলো একেবারেই ভিন্ন, অতীতে কখনও হয়নি। আমরা মানুষকে সার্বজনীন উৎসবের বার্তা দিতে চায়। একইসঙ্গে বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যের সঙ্গেও পরিচয় করিয়ে দিতে চায়।

দেয়ালচিত্রের বিষয়ে তিনি বলেন, আপনারা জানেন, গতবছর দুর্বৃত্তরা আমাদের দেয়ালচিত্র কালি ছিটিয়ে নষ্ট করেছিল। এতে আশাহত হয়ে আমরা কিন্তু পিছিয়ে যাইনি। আমরা আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে আরও ব্যাপকভাবে দেওয়ালচিত্র তৈরি করেছি। এটাই আমাদের প্রতিবাদ। আমরা মনে করি, মানুষের মধ্যে সুপ্ত বোধের জাগরণ ঘটাতে পারলে তারাই সমাজে অসুন্দর চিন্তা যারা করে, তাদের প্রতিরোধ করবে।

বৈশাখের প্রথমদিন সকাল ১০টায় চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা। কষ্টের ঘামে-শ্রমে বানানো প্রতিকৃতি আর মুখোশ নিয়ে শোভাযাত্রার উৎসবে মিলবে হাজারো প্রাণ। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে সেই শোভাযাত্রা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক আতিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে। এর বাইরে আমরা শহরের বিভিন্ন সড়কে আল্পনা করছি। দেওয়ালচিত্রও করা হয়েছে। এছাড়া চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে পহেলা বৈশাখের অনুষ্ঠান হবে।

এদিকে মঙ্গল শোভাযাত্র এবং চারুকলা ইনস্টিটিউটে এর প্রস্তুতিকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন সারাবাংলাকে বলেন, চারুকলা ইনস্টিটিউটে গত সাতদিন ধরে সার্বক্ষণিক পুলিশ রাখছি। মঙ্গল শোভাযাত্রা যেসব সড়কে যাবে সেখানে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমএস


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর