Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলের নেতাদের ওপর হামলার অভিযোগ বিএনপির এমপি’র বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের বিএনপি’র সংসদ সদস্য মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে নিজ দলের নেতাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরসহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নাচোল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মজিদুল হক। এ ঘটনায় ভোলাহাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ ঘটনার দু’দিন পরও তা মামলা হিসেবে নথিভুক্ত না করায় হতাশা ব্যক্ত করা হয় সংবাদ সম্মেলনে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এম মজিদুল হক লিখিত বক্তব্যে বলেন, ‘ভোলাহাট আম ফাউন্ডেশনের আদলে নাচোলে আম ফাউন্ডেশন গঠনের জন্য গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাসহ তিনি ভোলাহাটে যান এবং আলোচনা শেষে দুপুরে ফেরার পথে ভোলাহাট মুশরীভুজা এলাকায় হত্যাসহ ২৫টি মামলার আসামি সংসদ সদস্য আমিনুল ইসলামের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী তাদের মাইক্রোবাসেরর পথরোধ করে মারধরসহ গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে তারা আর ভোলাহাট আসবে না এমপি আমিনুলের কাছে এমন অঙ্গীকার করলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানায় হামলাকারীরা।’

এসময় তারা এমপি আমিনুলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে ভুল স্বীকার করে মাফ চাইলে সন্ত্রাসীরা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেয়। পরে বিএনপি নেতা তন্ময় বাদি হয়ে এমপি আমিনুলকে হুকুমের আসামি করে একটি লিখিত এজাহার ভোলাহাট থানায় দিলে তা এজাহার হিসেবে এখনও নথিভুক্ত হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. বাবর আলী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াজদানি জর্জ, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরসহ অন্যরা।

সারাবাংলা/এমও

বিএনপি মো. আমিনুল ইসলাম হামলার অভিযোগ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর