‘ইউরোপের সঙ্গে বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা করেছে রাশিয়া’
২০ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৫৬
রাশিয়া ১৯৪৫ সালের পর ইউরোপের সঙ্গে বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’কে গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটেনের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
বরিস জনসন বলেন, ‘তথ্য-প্রমাণ অনুযায়ী রাশিয়া ১৯৪৫ সালের পর ইউরোপের সঙ্গে বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা করেছে। ইতোমধ্যে পরিকল্পনার কিছু লক্ষণ দেখা যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্য বলছে— রাশিয়া একটি আক্রমণ পরিচালনা করতে চায়। যার মাধ্যমে ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলা হবে। এর ফলে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে তা বুঝতে হবে।’
জার্মানির মিউনিখ শহর থেকে বরিস জনসন এই সাক্ষাৎকার দেন। সেখানে বার্ষিক নিরাপত্তা সম্মেলনের জন্য বৈঠক করছেন বিশ্ব নেতারা।
আরও পড়ুন: ‘ইউক্রেন সীমান্তে আক্রমণাত্মক অবস্থানে ৫০ শতাংশ রাশিয়ান সৈন্য’
ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এমন মন্তব্য করলেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেন সীমান্তের কাছে ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার সৈন্য সমাবেশ ঘটিয়েছে মস্কো, যাদের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেস্ক ও লুহানস্ক রুশ সমর্থিক যোদ্ধারাও আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো এত বেশি সৈন্য সমাবেশ ঘটায়নি রাশিয়া।
আরও পড়ুন: জেট বিমানে পূর্ণ ইউক্রেন সীমান্তের নিকটবর্তী রুশ ঘাঁটি
প্রতিবেশী রাষ্ট্রকে আক্রামণ করার কথা অস্বীকার করেছে রাশিয়া। তবে ইউক্রেন যে কখনই ন্যাটোতে যোগদান করবে না তার গ্যারান্টি চায় মস্কো। পাশাপাশি পূর্ব ইউরোপ থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের সেনাবাহিনী অপসারণ করারও দাবি করা হয়েছে। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছে পশ্চিমা দেশগুলো।
এর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল নিজেদের দখল নেয় রাশিয়া। এ কাজে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে মস্কো।
সারাবাংলা/এনএস