রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন ইউরোপের ‘ঢাল’: জেলেনস্কি
২০ ফেব্রুয়ারি ২০২২ ১০:০০
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন ‘ইউরোপের ঢাল’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, এজন্য কিয়েভ আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন পাওয়ার অধিকার রাখে।
এমন এক সময় ইউক্রেন প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন, যখন পূর্ব ইউক্রেনের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতারা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছেন এবং পশ্চিমা নেতারা সতর্কবার্তা দিচ্ছেন, যেকোনো সময় প্রতিবেশি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ এক নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ওই সম্মেলনে জেলেনস্কি আরও বলেন, আট বছর ধরে ইউক্রেন ঢাল হয়ে আছে।
এদিকে ইউক্রেন সীমান্তের কাছে নিজেদের ঘাঁটি জেট বিমানে পূর্ণ করেছে রাশিয়া। নতুন স্যাটেলাইট ম্যাক্সার থেকে পাঠানো হাই-রেজোলিউশনের ছবিতে এ চিত্র ধরা পড়েছে। যদিও ইউক্রেন সীমান্ত থেকে অতিরিক্ত সৈন্য প্রত্যাহারের কথা দাবি করে আসছে রাশিয়া।
ইউক্রেন সীমান্তের কাছাকাছি পাঁচটি স্থানের এই হাই-রেজোলিউশনের ছবিগুলো গত কয়েকদিন ধরে তোলা হয়েছে। ওইসব ছবিতে দেখা যায়, রাশিয়া সামরিক সরঞ্জাম ইউক্রেনের কাছে কৌশলগত অবস্থানে নিয়ে গেছে। অন্যান্য সামরিক সরঞ্জামও ওই অঞ্চলে পৌঁছেছে।
যদিও বরাবরই প্রতিবেশী রাষ্ট্রে হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। তবে ইউক্রেন যে কখনই ন্যাটোতে যোগদান করবে না তার গ্যারান্টি চায় মস্কো। পাশাপাশি পূর্ব ইউরোপ থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের সেনাবাহিনী অপসারণ করারও দাবি করা হয়েছে। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছে পশ্চিমা দেশগুলো।
এর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল নিজেদের দখল নেয় রাশিয়া। এ কাজে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে মস্কো। খবর আলজাজিরা ও এনডিটিভির।
সারাবাংলা/এএম