Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন শেষ হচ্ছে আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৩

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে আজ, তবে এবারে কলেজে ভিড় না করে সবাইকে ফল দেখতে হচ্ছে মোবাইলে কিংবা ওয়েবসাইটে (ছবি: হাবিবুর রহমান)

ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়ায় শিক্ষার্থীরা আজ শেষ দিনের মতো পুনর্নিরীক্ষার আবেদন করতে পারছেন।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে এ আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশের পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে এই আবেদন শুরু হয়েছিল।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

এর আগে, গত বছরের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এতে অংশ নেয় ১১টি শিক্ষা বোর্ডের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী।

ফাইল ছবি

সারাবাংলা/টিএস/টিআর

এইচএসসি ফল পুনর্নিরীক্ষার আবেদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর