জাবিতে মোবাইল ছিনতাইয়ের সময় ২ ছিনতাইকারী আটক
২০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১৩
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাশের ঢাকা-আরিচা মহাসড়কে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে আটক করে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়কের সিঅ্যান্ডবি মোড় থেকে তাদের আটক করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের অতিথি কক্ষে নিয়ে তাদের মারধর করা হয়।
আটক দুইজন হলেন- পঞ্চগড়ের দেবীগঞ্জের মো. নবাব (২১) এবং ঢাকার ধামরাইয়ের মো. দেলোয়ার (২৫)। তারা দুজনই সাভারের নবীনগর এলাকায় বাস করেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় সূত্র জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি মোড়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় নবাব ও দেলোয়ার। পরে কয়েকজন শিক্ষার্থী মিলে নবাব ও দেলোয়ার ধরে ফেলে। এরপর শিক্ষার্থীরা ওই দু’জনকে ধরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের অতিথি কক্ষে নিয়ে যায়। এ সময় দেলোয়ার ও নবাব মোবাইলটি ফেরত দেয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘মীর মশাররফ হোসেন হলসংলগ্ন নিরাপত্তা প্রহরী ঘটনাটি জানালে সেখানে যাই। পরে ছিনতাইকারীদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, রুবেল ও রনি নামের আরও দুই জনের ছত্রছায়ায় তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় ছিনতাই করছেন।’
পরে সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিনের উপস্থিতিতে ছিনতাইকারীদের সাভার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘ওরা দুই জনই হিরোইনসেবী। বিশ্ববিদ্যালয় থেকে ওদের থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল আদালতে চালান করা হবে।’
সারাবাংলা/এমও