দৃশ্যটা ব্যতিক্রম ও আশা জাগানিয়া
২১ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৫ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১১:০২
ঢাকা: ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশে কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছাতে সড়কে পেতে রাখা আর্চওয়ে পাড় হতে প্রত্যেককেই গলদঘর্ম হতে হচ্ছে। কোনো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠা ও সংগঠন প্রভাব খাটিয়ে সিরিয়াল ভাঙার চেষ্টা করছে। কেউ সফল হচ্ছে, কেউ ফিরে যাচ্ছে ব্যর্থ মনোরথে। এক্ষেত্রে নজর কেড়ে নেয় ব্যতিক্রম একটি দৃশ্য।
দেখা যায়, শ্বেতশুভ্র পাজামা-পাঞ্জাবি, মাথায় টুপি-অমর একুশে লেখা ব্যাজ, হাতে জাতীয় ও শহিদ মিনারের পতাকা-ওয়ালা এক ঝাঁক শিশু-কিশোর-তরুণকে পরমযত্নে আর্চওয়ে পাড় করে দিচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের সামনের সব বাধা পরিষ্কার করে দিচ্ছেন তারা।
এসব শিশু-কিশোরদের সঙ্গে কথা বলে জানা গেল, বিভিন্ন মাদ্রাসা থেকে উস্তাদদের সঙ্গে তারা এসেছেন শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। এ আয়োজনের নেপথ্যে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।
শহিদ মিনারে ফুল দিতে আসার ক্ষেত্রে মাদ্রাসার উস্তাদরা কোনো আপত্তি তুলেছেন কি না, এমন প্রশ্নের জবাবে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের সঙ্গে উস্তাদরাও আছেন।’
পরে কথা হয় ফতুল্লাহ জামিউল উম্মুল কোরয়ার শিক্ষক বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ীর সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। এতে শরিয়ার কোনো বাধা নেই। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো কুফরিয়াত নয়।
সারাবাংলা/এজেড/এএম