বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশনায় সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২২ ০০:১৫
২২ ফেব্রুয়ারি ২০২২ ০০:১৫
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় নারী-পুরুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় উপজেলার ইছাপুরা এলাকায় এ হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী।
এ সময় রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, নবী হোসেন ও মুরাদ হাসান, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি জিন্নাত জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/পিটিএম