Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে দেড় বিঘা জমির লাউ গাছ কেটে নষ্ট করল দুর্বৃত্তরা

লোকাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১০:০৮

ভৈরব: ভৈরবে কৃষকের দেড় বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৪ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারটি। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ভৈরবের গজারিয়া গ্রামের কৃষক আলী আজম ধারদেনা করে চলতি মৌসুমে দেড় বিঘা জমিতে লাউ চাষ করেন। শ্রম-ঘাম ও পরিচর্যার পর গাছে গাছে লাউ ঝুলতে শুরু করেছে। লাভের মুখ দেখতে শুরু করেছিলেন আলী আজম।

স্থানীয়রা জানান, শুধু আলী আজমের লাউ গাছই নয়। এলাকার অনেক কৃষকের লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গেল বছর শিমুলকান্দিতেও একই ঘটনা ঘটেছে। কৃষকদের দাবি, এসব দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক ।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক আলী আজম বলেন, আনুমানিক ৫/৬ লাখ টাকার লাউ বিক্রি করতে পারতাম। এখন সংসার চালাবো কীভাবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, কৃষক আলী আজমের দেড় বিঘা জমির লাউ কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, কাজটি অত্যন্ত নিন্দনীয়। উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলব।

সারাবাংলা/এএম

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর