ঢাকা: নোবেল করেনাভাইরাস থেকে সুরক্ষায় বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেসইউং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এ তথ্য জানান।
তিনি জানান, দুপুর দুইটা ৩০ মিনিটে মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্টোলিভার ইনস্টিটিউটে গিয়ে বুস্টার ডোজ গ্রহণ করবেন খালেদা জিয়া।
এর আগে গত বছর একই ইনস্টিটিউটে প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন খালেদা জিয়া। অসুস্থতার কারণে বাসায় বসে ভ্যাকসিন গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। উপায়ন্ত না দেখে হাসপাতালে গিয়েই ভ্যাকসিন নেন সাবেক এই প্রধানমন্ত্রী।