৩ জেলায় ৬৪টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে— হাইকোর্টে প্রতিবেদন
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১১
ঢাকা: হাইকোর্টের নির্দেশনায় খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির ২০ উপজেলায় ৬৪টি অবৈধ ইটভাটা বন্ধ করেছেন জেলা প্রশাসকেরা (ডিসি)।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্টে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছেন সংশ্লিষ্ট তিন জেলার জেলা প্রশাসকরা (ডিসি)। এরপর এ বিষয়ে শুনানি নিয়ে আগামী ৯ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানির নির্ধারিত দিনে বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে দাখিল করা প্রতিবেদনে জানানো হয়, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় দুটি, কাপ্তাই উপজেলায় একটি, লংগদু উপজেলায় তিনটি, রাজস্থলি উপজেলায় তিনটি এবং কাউখালি উপজেলায় ১৬টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। রাঙ্গামাটি জেলার জুরাছড়ি, রাঙ্গামাটি সদর, বরকল, বিলাইছড়ি, নাণিয়ারচর উপজেলায় কোনো ইটভাটা নেই।
বান্দরবান জেলার আলিকদম উপজেলায় দুটি, লামা উপজেলায় তিনটি, এবং লাইক্ষংছড়ি উপজেলায় কয়েকটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
খাগড়াছড়ি জেলায় সদর উপজেলায় পাঁচটি, মাটিরাঙ্গা উপজেলায় ছয়টি, পানছড়ি উপজেলায় তিনটি, দীঘিনালা উপজেলায় দুটি, মহালছড়ি উপজেলায় তিনটি, মানিকছড়ি উপজেলায় একটি, রামগড় উপজেলায় নয়টি, গুইমাড়া উপজেলায় পাঁচটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
এর আগে, গত ২৫ জানুয়ারি খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির সব অবৈধ ইটভাটা সাতদিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলেছিল আদালত। তারই ধারাবাহিকতায় আজ তিন জেলার ডিসিরা আদালতে প্রতিবেদন দাখিল করেন।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম