মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, পোশাক কর্মকর্তা নিহত
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পোশাক কারখানার এক কর্মকর্তা নিহত হয়েছে। পুলিশ কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে নগরীর বন্দর থানার ফকিরহাট এলাকায় বন্দরের দুই নম্বর জেটিগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত তুষার রক্ষিত (৫১) সিইপিজেডে ইয়ং ওয়ান করপোরেশনের একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামের সুধীর রক্ষিতের ছেলে। পরিবার নিয়ে নগরীর ব্যাটারি গলিতে থাকতেন তুষার।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুই নম্বর জেটিগেটের সামনে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তুষার মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং পরবর্তী সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি জাহেদুল কবীর।
সারাবাংলা/আরডি/পিটিএম