Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মৃত্যু ছাড়াল ২৯ হাজার

সারাবাংলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫৭

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। একইসঙ্গে বেড়েছে নতুন সংক্রমণের সংখ্যা। তবে এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার কিছুটা কমেছে। এদিকে, এদিন করোনায় মৃত্যু ২৯ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ১০ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৫। গত ২৪ ঘণ্টায় ১০ জন নিয়ে পর্যন্ত ২৯ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৬ জনের শরীরে। আগের দিন ১ হাজার ২৯৮ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৫টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৮টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৬০টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের নমুনাসহ এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৩৪টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩৩ লাখ ১১হাজার ২১৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ২০ হাজার ৫৩২টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪৩ লাখ ৯০ হাজার ৬৮৭টি।

বিজ্ঞাপন

সংক্রমণ বেড়েছে, কমেছে শনাক্তের হার

আগের দিন দেশে ১ হাজার ২৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫১৬ জন। এ নিয়ে দেশে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।

এদিকে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার কিছুটা কমেছে। আগের দিন এই হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৮ হাজার ৭২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ২০৯ জন। সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯২ দশমিক ০৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে

আগের দিন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা যান ৫ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ১০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৯ হাজার ৫ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত এই আট জনের মধ্যে চার জন পুরুষ, বাকি দু’জন নারী। তাদের সাত জন সরকারি ও তিন জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

পাঁচ বিভাগে মৃত্যু

গত ২৪ ঘণ্টায় যে ১০ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে তিন জন করে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। এছাড়া রংপুরে দু’জন এবং খুলনা ও সিলেটে এক জন করে মারা গেছে। দেশের বাকি তিন বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু নেই।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে মৃতদের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী পাঁচ জন। এছাড়া ৮১ থেকে ৯০ বছর বয়সী দুজন এবং ৩১ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/পিটিএম

করোনা আপডেট

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর