Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটপাত দখল করায় ল্যাব এইডকে ১ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২ ২১:১৫

ঢাকা: জেনারেটর রেখে ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ধানমন্ডির ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালকে এই জরিমানা করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, ‘ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালসংলগ্ন ফুটপাতে জেনারেটর রেখে দখল করে রাখা হয়েছিল। ফলে, পথচারীদের চলাচল বিঘ্নিত করার মাধ্যমে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হওয়ায় আজ ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৭) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

জরিমানা ল্যাব এইড

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর