Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বাদশ কংগ্রেস শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১১:২১

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বাদশ কংগ্রেস শুরু হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম জাতীয় পতাকা এবং লাল পতাকা উত্তোলন করে কংগ্রেসের উদ্বোধন করেন।

এ সময় উদীচী শিল্পীগোষ্ঠী জাতীয় সংগীত পরিবর্তন করে। দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে উদীচী শিল্পীগোষ্ঠী দেশাত্মবোধক দলীয় সঙ্গীত এবং আন্তর্জাতিক বিপ্লবী গান পরিবেশন করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, সারাদেশ থেকে প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক কংগ্রেসে উপস্থিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরের কর্মকাণ্ডের ওপর কেন্দ্রীয় কমিটির রিপোর্ট, পার্টির রণকৌশলগত দলিল ও কন্ট্রোল নির্বাচন কমিশন নির্বাচন করা হবে এবং জাতীয় পরিষদ ঘোষণা করা হবে। ২৮ ফেব্রুয়ারি কংগ্রেস অধিবেশন আগামী চার বছরের জন্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবে।

সারাবাংলা/এএইচএইচ/এএম

কমিউনিস্ট পার্টি

বিজ্ঞাপন

প্রেম: জীবনে ও সাহিত্যে
৩০ এপ্রিল ২০২৫ ১৪:৩৩

আরো

সম্পর্কিত খবর