ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ পিস সোনার বারসহ মো. সুরুজ্জামান নামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার মো. সানোয়ারুল কবির সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুরুজ্জামানের বিরুদ্ধে ফৌজদারি এবং কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হবে। মো. সুরুজ্জামান বেবিচকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। বিমানবন্দরে চোরাচালানে সহায়তা করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক সোনার বাজার মূল্য ২ কোটি ৬৬ লাখ টাকা।