Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, ফিরে যাচ্ছে চট্টগ্রাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৫

কক্সবাজার: চট্টগ্রামের কর্ণফুলী নদীর পতেঙ্গা থেকে সাগরপথে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার পথে প্রমোদতরী বে-ওয়ান ক্রুজ জাহাজের পঞ্চম তলায় আগুন লাগে। এক ঘণ্টা চলার পর অগ্নিকাণ্ডে সাগরের মধ্যেই জাহাজটি বন্ধ হয়ে যায়। সারারাত জাহাজটি সাগরেই ভাসমান অবস্থায় ছিল। পরে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সেন্টমার্টিন যাত্রা বাতিল করে জাহাজটি পতেঙ্গায় ফেরার উদ্দেশে রওনা করে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় জাহাজটি পর্যটক নিয়ে চট্টগ্রামের পতেঙ্গা থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। এ সময় জাহাজে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ পাঁচ শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে। জাহাজটিতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন যাত্রী এ তথ্য জানান।

জাহাজ মালিক পক্ষের দাবি, আগুন নয়, একটি ইঞ্জিনের ধোঁয়া বের হওয়ার হোস পাইপ ফেটে ধোয়া নির্গত হয়। রাত ১টা ২০ মিনিট নাগাদ জাহাজ থেকে ধোয়া বের হওয়া বন্ধ হয়। এ সময় পৌনে এক ঘণ্টা ধরে জাহাজের ইঞ্জিন বন্ধ রাখা হয়। নিরাপত্তার জন্য যাত্রীদের সবাইকে লাইফ জ্যাকেট পরানো হয়।

মালিক পক্ষ আরও জানায়, শুক্রবার সকালে জাহাজের ইঞ্জিন পুনরায় চালু করার পরে পরিস্থিতি শান্ত হয়। জাহাজে আগুনের কারণে বেশিরভাগ যাত্রী সেন্টমার্টিন যেতে অস্বীকৃতি জানানোর কারণে পতেঙ্গায় ফিরছে।

অন্য একটি সূত্র জানিয়েছে, রাত সোয়া ১০টা পতেঙ্গা থেকে জাহাজটি ছেড়ে যায়। রাত সোয়া ১২টার দিকে জাহাজের ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে জাহাজের কয়েকটি ডেক। কেবিনেও ছড়িয়ে পড়ে। এতে যাত্রীরা আতংকিত হয়ে পড়ে।

জানা যায়, বে-ওয়ান ক্রুজ জাহাজটি নির্মাণ করেছে জাপানের কোবেই শহরের বিখ্যাত প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সারাবাংলা/এএম

চট্টগ্রাম জাহাজে আগুন টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর