Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিগগিরই ইউক্রেনের পতন হবে— আশঙ্কা আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৫

যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক বিশেষজ্ঞ নিউজউইককে বলেছেন, এগোতে থাকা রুশ বাহিনীর হাতে শিগগিরই কিয়েভের পতন হবে। আর তার মধ্য দিয়েই সর্বশান্ত হবে ইউক্রেন।

এর আগে, ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ দেশের সকল সক্ষম নাগরিকে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে বলেছিলেন, বেসামরিক নাগরিকদের যে কেউ যুদ্ধে যোগ দিতে পারবেন। সেনাবাহিনীতে যোগ দেওয়ার বয়সসীমা উঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, কিয়েভের পতনের মধ্য দিয়ে ইউক্রেনের প্রতিরোধ পুরোদমে ভেঙে পড়বে বলে মনে করছেন ওই সাবেক মার্কিন সেনা কর্মকর্তারা।

তারা বলছেন, পুতিন নিরস্ত্রীকরণের কথা বললেও এ অভিযানে মস্কোর লক্ষ্য থাকবে ইউক্রেন বাহিনীকে ঘিরে ফেলা এবং তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করতে যা যা ধ্বংসযজ্ঞ চালানো দরকার তা চলবে।

তাদের আশঙ্কা, কিয়েভ রাশিয়ার দখলে আসতে ৯৬ ঘণ্টা আর ইউক্রেন নেতৃত্বের পতন হবে এক সপ্তাহর মধ্যেই।

সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা নিউজউইককে বলেন, বিমান হামলা, গোলা বর্ষণ শেষ হওয়ার পর শুরু হয় আসল স্থল যুদ্ধ। তিনি মনে করেন, অল্প কয়েক দিনেই কিয়েভের পতন হবে। সেনাবাহিনী আরও কিছুদিন টিকে থাকতে পারে, তবে তাও বেশিদিন নয়।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর