Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিভলবারসহ মৃত্যুদণ্ডের আসামি গ্রেফতার


১৩ এপ্রিল ২০১৮ ১৩:২৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নরসিংদী: নরসিংদীর ঘোড়াদিয়া সংগীতা এলাকা থেকে রিভলবারসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এরশাদ মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এরশাদ মিয়া বরফ কল শ্রমিক আইয়ুব মিয়া ওরফে বুলেট হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

পুলিশ জানায়, ২০০৮ সালে নরসিংদী শহরের বাজীর মোড় এলাকার বরফকলের শ্রমিক আইয়ুব মিয়াকে ডেকে নিয়ে যায় এরশাদ মিয়াসহ কয়েকজন।

পরে তাকে কুপিয়ে হত্যা শেষে চরাঞ্চলের করিমপুরের মেঘনা নদী এলাকায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের পিতা হেকিম সরকার বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৬ সালে উক্ত মামলায় বিজ্ঞ আদালত আসামি এরশাদসহ ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নরসিংদী মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো: মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এরশাদকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে একটি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/টিএম/এমএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর