Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি আঁতাত করে টেবিলের ওপরে, আওয়ামী লীগ করে নিচে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৫

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত ও দুর্নীতি-লুটপাট, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম জোরদারের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর যাত্রা মোহন সেন হল প্রাঙ্গণে যুব মৈত্রীর জেলা সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স। এ সময় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের পাশাপাশি অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় সাব্বাহ আলী খান কলিন্স বলেন, ‘বেকারত্ব, দুর্নীতি, মাদক, বৈষম্য ও সাম্প্রদায়িকতার অবসান- এই পাঁচ দফা নিয়ে যুব মৈত্রী সারাদেশে সংগ্রাম করে যাচ্ছে। আমরা চাই, দেশের প্রতিটি বেকার যুবকের কর্মসংস্থান করবে রাষ্ট্র। যতদিন পর্যন্ত করতে পারবে না, ততদিন পর্যন্ত তাদের বেকার ভাতা দিতে হবে। দেশে বেকারত্ব-বৈষম্য বাড়ছে, এর অন্যতম কারণ হচ্ছে দুর্নীতি-লুটপাট। অসৎ আমলা, অসৎ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানাচ্ছে। আর সরকার আমাদের ২৭০০ ডলার মাথাপিছু আয়ের গল্প শোনাচ্ছে। গল্প শুনি আর মাঝে মাঝে ভাবি- সরকার আহাম্মক নাকি আমরা আহাম্মক। আসলে সরকার আহাম্মক নয়, সরকার জনগণকে আহাম্মক বানিয়ে রেখেছে।’

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের ওপর ভরসা করে লাভ নেই। বেগমপাড়ায় কারা বাড়ি বানাচ্ছে, কারা এদেশের টাকা বিদেশে পাচার করছে- দুদক জানে না ? ব্যবস্থা নেয় না কেন ? সামাজিকভাবে জনমত তৈরি করে দুদককে, সরকারকে বাধ্য করতে হবে দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য।’

বিজ্ঞাপন

সাম্প্রদায়িকতা প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম পূর্বশর্ত ছিল অসাম্প্রদায়িকতা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান- এই বিভাজনের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। দুঃখের বিষয় হচ্ছে, মুক্তিযুদ্ধের চার মূলনীতি কেতাবে আছে, গোয়ালে নেই। বিএনপি হেফাজতের সঙ্গে আঁতাত করে টেবিলের ওপরে আর আওয়ামী লীগ করে টেবিলের নিচে। মুক্তিযুদ্ধের চেতনা থেকে আওয়ামী লীগ অনেক দূরে সরে গেছে। এজন্য দেশ আজ বিপদে। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লাগাতার লড়াই করে যাব।’

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির গণসংগঠন যুব মৈত্রীর এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের মিত্রতা আছে। কিন্তু মিত্রতা মানে বশ্যতা স্বীকার করা নয়। মিত্র দলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি কথা বলব। সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে আমি কথা বলব। আমি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলব। আওয়ামী লীগের ত্রুটিবিচ্যুতির বিরুদ্ধে আমি কথা বলব। আমি স্পষ্ট করে বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা আর বৈষম্য একসাথে চলতে পারে না।’

সভাপতির বক্তব্যে জেলা যুব মৈত্রীর সভাপতি কায়সার আলম বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে দেশে ক্রমাগতভাবে মৌলবাদী শক্তির উত্থান হয়েছে। শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। একদিকে লাখ লাখ শিক্ষিত বেকার তরুণ, কিন্তু শিক্ষিতদের মনোজগতের কোনো গুণগত পরিবর্তন নেই। রাষ্ট্র লাখ লাখ তরুণকে প্রগতিশীল, বিজ্ঞানমুখী করতে ব্যর্থ হয়েছে। সরকারকে বলব, শুধু পদ্মা সেতু আর ফ্লাইওভার বানালে হবে না। সমাজে অসাম্প্রদায়িক চেতনার বিস্তার ঘটাতে পদক্ষেপ নিতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুব মৈত্রীর সহ-সভাপতি আবুল মনসুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাদা আবদুল্লাহ, ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফারুক আহমেদ রুবেল, যুব মৈত্রীর নেতা অরণ্য অনিমেষ, শিবলী সাদিক ও প্রকাশ শিকদার। আলোচনা সভার পর যাত্রা মোহন সেন হলে সাংগঠনিক কাউন্সিল অধিবেশন শুরু হয়।

সারাবাংলা/আরডি/একে

কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর