ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে প্রতারণা করাই তার প্রধান পেশা। আর এমনই একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তার নাম মো. জাবেদ হোসেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
জিয়াউল হক জানান, আটক জাবেদ কখনো যাত্রী, কখনো যাত্রীর স্বজন পরিচয়ে বিমানবন্দর এলাকায় ঘোরাঘুরি করতেন। এসময় তিনি বিদেশগামী যাত্রীদের সঙ্গে গল্প করে সখ্য তৈরি করতেন। এরপর যাত্রীর সঙ্গে কথা বলে গন্তব্য ও সঙ্গে থাকা টাকা-পয়সার তথ্য নিতেন। ডলার সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, রিয়াল নিতে হবে কিংবা দিরহাম নিতে হবে— যাত্রীর ধরন বুঝে এসব কথা বলতেন তিনি। এরপর এসব কাজে সহায়তা করার কথা বলে কৌশলে যাত্রীর টাকা, পাসপোর্ট ও মোবাইল নিয়ে পালিয়ে যেতেন জাবেদ।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল বলেন, প্রতারণার শিকার যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এ প্রতারককে ধরার জন্য নজরদারি বাড়ানো হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ (শুক্রবার) সকাল ৭টার দিকে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের কনকোর্স হল এলাকায় বিভিন্ন যাত্রী ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় অভিযুক্ত জাবেদকে। প্রতারণার বিষয়টি এপিবিএনের সিভিল টিমের নজরে এলে তাকে আটক করে অফিসে নিয়ে যাওয়া হয়।
এপিবিএন বলছে, জাবেদ বিভিন্ন কৌশলে বিদেশগামী যাত্রী ও তাদের স্বজনদের মোবাইল নম্বর নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, কৌশলে বা ভয়-ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। আটক জাবেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।