মোস্তাফা জব্বারকে নিয়ে লেখা ও ‘নগদ’ এমডি’র ২ বইয়ের মোড়ক উন্মোচন
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৫
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে নিয়ে লেখা ‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ ও ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুকের লেখা ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ শীর্ষক বই দু’টির মোড়ক উন্মোচন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বই দুইটির প্রকাশনা উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এবং আবৃত্তিকার রুপা চক্রবর্তী। ‘নগদ’-এর পাবলিক কমিউনিকেশন্স প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নগদ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী মোস্তাফা জব্বারকে নিয়ে ‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ শীর্ষক বইটি লিখেছেন দেবব্রত মুখোপাধ্যায়। মোস্তাফা জব্বারের কর্মময় জীবনসহ ডিজিটাল বাংলাদেশ নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনা এবং অবদানের কথা উঠে এসেছে বইটিতে। বইটি প্রকাশ করেছেন প্রকৌশলী মেহেদী হাসান।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলা ভাষা ও রীতি হারিয়ে যাবে বলে অনেকে ধারণা করছে। আমি তা মনে করি না। বাংলা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মুখের ভাষা। আগামী ১০ বছরের মধ্যে বাংলা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা হবে।
‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ শীর্ষক বইটি নিয়ে এসেছে আবিষ্কার প্রকাশনী। বইটিতে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক পরিবর্তন ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণে এ পর্যন্ত উল্লেখযোগ্য উদ্ভাবনগুলোর ওপর আলোকপাত করা হয়েছে।
তানভীর এ মিশুক নিয়মিত দেশের বিভিন্ন পত্রপত্রিকায় অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল বিপ্লবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কলাম বা মতামত লিখে থাকেন। তার সেসব গুরুত্বপূর্ণ মতামতের সংকলন হিসেবে প্রকাশিত হলো ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ বইটি।
প্রকাশিত বই নিয়ে তানভীর এ মিশুক বলেন, যাত্রার শুরু থেকেই ডিজিটাল সেবাকে সর্বজনীন করার মাধ্যমে দেশের সব মানুষের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখতে সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা। এই বইয়ের মাধ্যমে আমি একটি বিষয় সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। সেটি হলো— ডিজিটাল বিপ্লবের পর এখন আমাদের সময় এসেছে এর সুফল সবার ঘরে পৌঁছে দেওয়ার। আমি আশা করব বই অনুরাগী সচেতন পাঠকেরা বইটি পড়ে তাদের মূল্যবান মতামত দেবেন এবং সামনের দিনে আরও ভালো কিছু লেখার জন্য উৎসাহ দেবেন।
‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ বইটি একুশে বইমেলার ১৭ নম্বর স্টলে বাংলাপ্রকাশ প্যাভিলিয়নে পাওয়া যাবে। ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ বইটি অমর একুশে বইমেলা ২০২২-এর ৪৩৯, ৪৪০ ও ৪৪১ নম্বর স্টলে পাওয়া যাবে। এছাড়া দেশের অন্যতম অনলাইনভিত্তিক বই কেনাকাটার প্ল্যাটফর্ম রকমারি থেকেও সহজেই ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন পাঠকেরা। পাশাপাশি রকমারি থেকে ‘নগদ’-এর গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে বইপ্রেমীরা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
সারাবাংলা/টিআর
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তানভীর এ মিশুক নগদ এমডি মোস্তাফা জব্বার