বর্তমান সরকার তাঁতীদের কল্যাণে কাজ করছে: পাটমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১৩
নারায়ণগঞ্জ: বর্তমান সরকার তাঁতীদের কল্যাণে কাজ করছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সঙ্গে জাতীয় তাঁতী সমিতির সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, তাঁত শিল্পের প্রসারে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই বর্তমান সরকার নিয়েছে। তাঁত শিল্পের উন্নয়নকে কিভাবে আরও সম্প্রসারিত করা যায় সেটাই সরকারের লক্ষ্য।
এসময় বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন ও সহসভাপতি মোহাম্মদ আবু হানিফের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতির নেতারা বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
সারাবাংলা/এসএসএ