Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪০

মস্কোর আগ্রাসন ঠেকাতে নাগরিকদের সবাইকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি বলেছেন, শত্রু সৈন্যের আগ্রাসন পেরিয়ে জয় আসবেই নিশ্চিত।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।এর আগে, চলমান রুশ হামলার তৃতীয় দিন পর্যন্ত সাড়ে তিন হাজার শত্রু সেনাকে হত্যা এবং ২০০ জনকে বন্দি করার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী।

বিজ্ঞাপন

 

এর আগে, চলমান রুশ হামলার তৃতীয় দিন পর্যন্ত সাড়ে তিন হাজার শত্রু সেনাকে হত্যা এবং ২০০ জনকে বন্দি করার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ টপ নিউজ ভ্লদিমির জেলেনস্কি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর