Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের ২ মাস পর বদ্ধ ঘর থেকে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলায় প্রেম করে বিয়ের দুই মাস পর বদ্ধ ঘর থেকে নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর দক্ষিণপাড়া এলাকার দ্বিতীয় তলায় একই কক্ষ থেকে ওড়নার দু’প্রান্তে পাশাপাশি স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত স্বামীর নাম আকাশ (২০) এবং নিহত স্ত্রীর নাম সালমা আক্তার আইরিন (১৮)। আকাশ রাজশাহী জেলার বাঘমারা থানার নিচুকাতিলা এলাকার রহিজুল ইসলামের ছেলে ও সালমা আক্তার আইরিন দিনাজপুর জেলার পার্বতীপুর থানার কাশিপুর এলাকার রনি মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, বিগত দুই মাস আগে প্রেমের সম্পর্কে আকাশ ও সালমার বিয়ে হয়। পরে তারা সফিপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হাওলাদারের দ্বিতীয় তলার একটি কক্ষে ভাড়া থাকতেন। আকাশ অটোরিকশা চালাতেন আর সালমা আক্তার স্থানীয় কার্টন কারখানায় চাকরি করতেন।

বিজ্ঞাপন

এলাকাবাসী আরও জানান, শুক্রবার তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন অনেক বেলা হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পাশের বাসা থেকে জানালা দিয়ে স্বামী-স্ত্রী দুই জনের ঝুলন্ত লাশ দেখে ৯৯৯ এ ফোন দেওয়া হয়। পরে ফোন পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল আলম বলেন, “ওই দম্পতি ঘর ভেতর থেকে বদ্ধ করে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ দু’টি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

সারাবাংলা/এমও

কালিয়াকৈর ঝুলন্ত লাশ টপ নিউজ দম্পতি বদ্ধ ঘর