Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসিসহ চার কমিশনারের শপথ রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:১৩

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি চার কমিশনার শপথ নেবেন রোববার (২৭ ফেব্রুয়ারি)। এদিন বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি চার কমিশনার শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ শপথ পড়াবেন।

নতুন নির্বাচন কমিশনার মো. আলমগীর সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন থেকে আমাকে বিষয়টি জানানো হযেছে।’

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সিইসিসহ চার কমিশনার নিয়োগ দিয়ে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির তালিকা থেকে এই পাঁচজনকে নিয়োগ নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

সারাবাংলা/জিএস/একে

প্রধান নির্বাচন কমিশনার সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর