Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবগঠিত নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা পূরণে সক্ষম হবে: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৭

কুষ্টিয়া: নবগঠিত নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ মাহবুব উল আলম হানিফ বলেছেন, নতুন যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়েছেন তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সততা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তাদের এই বিচক্ষণতা ও সততা নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকালে জাতির প্রত্যাশা পুরণে সক্ষম হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে কুষ্টিয়া রোটারি ক্লাবে ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নতুন নির্বাচন কমিশনে এলেন যারা

হানিফ আরও বলেন, ‘আমাদের বিশ্বাস সব রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুপারিশে যাচাইবাছাই করে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হলো। এই নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে আর কোনো বিতর্কের সুযোগ থাকলো না।’

এসময় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলামসহ রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

নবগঠিত নির্বাচন কমিশন হানিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর