Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে: আফরোজা আব্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২ ০০:০৭

ঠাকুরগাঁও: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘এই অবৈধ সরকার মুক্তিযুদ্ধের পর যতবার ক্ষমতায় এসেছে ততবার গণতন্ত্র হনন করেছে, ভোটের অধিকার হনন করেছে।’

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনাতায়নে জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, ‘আজ তের বছর ধরে আমরা ভোটবঞ্চিত। আমরা এই অবৈধ সরকারকে মানি না। যে সার্চ কমিটি হয়েছে তা আমরা বিশ্বাস করি না। যারা সার্চ কমিটিতে আছেন তারা সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এই সার্চ কমিটির কাছে সুষ্ঠু ভোট আশা করা যায় না। আমরা চাই এই সরকারের পতন।’

তিনি আরও বলেন, ‘দেশের জন্য সবাই প্রয়োজনে একসঙ্গে জীবন দিবো। এই অবৈধ সরকারকে হটাতে আরেকবার জীবন দিবো। আন্দোলনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়বো। সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করবো।’

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রীনা পারভীন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক মমতাজ বেগম লিপি, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজেকা সুলতানা, সদস্য জিনাত ফেরদৌস আরা রোজী, জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সালসহ জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।

সারাবাংলা/এমও

আন্দোলন আফরোজা আব্বাস সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর