Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের ২ শহরে বিমান হামলার সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৭

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের চতুর্থ দিনে দেশটির অন্তত দুইটি শহরে বিমান হামলার সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিবাসীদের সতর্ক করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় রিভনে এবং উত্তর পশ্চিমের শহর লুটস্কে রুশ বিমান হামলা চলবে তাই সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে ইউক্রেন কর্তৃপক্ষ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা থেকে এই ঘোষণা প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

এদিকে, রাশিয়া হামলা শুরু করার পর থেকেই ইউক্রেনের বাসিন্দারা বেজমেন্ট বা মাটির নিচের ঘর কিংবা বাংকারে আশ্রয় নিচ্ছেন। কিন্তু, তাতেও শেষ রক্ষা হচ্ছে না। আগ্রাসনের মধ্যে অন্তত ২৪০ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ টপ নিউজ রুশ বিমান হামলা