Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ সীমান্তে মদ্যপ অবস্থায় বিএসএফ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৪

ফাইল ছবি

নওগাঁ: জেলার ধামইরহাট উপজেলার সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যকে আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজিবি’র সঙ্গে পতাকা বৈঠকে বসবে বিএসএফ। আটক বিএসএফ সদস্যের নাম দিলিপ কুমার (৪০)। শনিবার (২৬ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফ সদস্য দিলিপ কুমার ইউনিফর্ম পরিহিত অবস্থায় মদপান করে মাতাল অবস্থায় ২৭১/৪এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় কালুপাড়া ক্যাম্পে সংবাদ দিলে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ১৪ -বিজিবি পত্নীতলার লে.কর্নেল এসএম নাদিম আরেফিন বলেন, বিএসএফ সদস্য দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। তখন স্থানীয় গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে। এরপর আমাদের খবর দিলে তাকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও বলেন, এ সময় তার কাছ থেকে একটি একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দিলিপ বর্তমানে আমাদের হেফাজতে আছে। আজ রোববার বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক করে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

নওগাঁ বিএসএফ সদস্য আটক ভারত

বিজ্ঞাপন

সিইসিসহ নতুন ৪ কমিশনারের শপথ
২৪ নভেম্বর ২০২৪ ১৪:১০

আরো

সম্পর্কিত খবর