চট্টগ্রামে মারামারিতে আহত যুবকের মৃত্যু, গ্রেফতার ৪
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৬
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে দু’পক্ষের মারামারিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় মারামারির ঘটনা ঘটে। আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে যুবকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
মৃত মো. হায়দার (২৩) নগরীর চান্দগাঁও থানার দক্ষিণ মোহরা এলাকার মৃত আবু তাহেরের ছেলে। আহত হয়ে তার আরেক ভাই মো. পারভেজ (৩০) চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গ্রেফতার চারজন হলেন একই এলাকার ওমর ফারুক (২৬), মো. হাসান জিকু (১৮), মো. বাদশা (২৬) ও মো. রনি (২৬)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান সারাবাংলাকে জানান, হতাহত এবং গ্রেফতার যুবকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে কালুরঘাট ব্রিজ সংলগ্ন রেল লাইনের কাছে মারামারি হয়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে হায়দার ও পারভেজকে জখম করা হয়। আহত অবস্থায় দু’জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে হায়দার মারা যান।
এ ঘটনায় নিহত হায়দারের বড় ভাই জয়নাল আবেদীন ১৪ জনের নাম উল্লেখ করে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে তিনি অভিযোগ করেন, শনিবার বিকেলে কালুরঘাট ব্রিজ সংলগ্ন জমিতে ঘাস কাটতে যাওয়ার পথে তার ভাই পারভেজকে রেললাইনের ওপর কয়েকজন মিলে কুপিয়ে জখম করে। পিংকী নামে তৃতীয় লিঙ্গের একজনের মোবাইল থেকে বিষয়টি পারভেজ তার ছোট ভাই হায়দারকে জানান। উদ্ধার করতে গিয়ে পারভেজও হামলার শিকার হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মামলা না করার হুমকি দিয়ে চলে যায়।
ওসি মঈনুর জানিয়েছেন, ঘটনার পর রাতেই কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ফারুক ও জিকুকে গ্রেফতার করা হয়। রোববার ভোরে বাদশা ও রনিকে গ্রেফতার করা হয়।
সারাবাংলা/আরডি/একে