Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় নারীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চ্যালেঞ্জ করে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৯

ঢাকা: অমর একুশে বইমেলায় মাস্ক না পড়ায় এক নারীকে ২০০ টাকা জরিমানা করার আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে জরিমানা প্রদানকালে ধারণকৃত ভিডিও অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত আইনের প্রসিডিউর সঠিকভাবে অনুসরণ না করে জরিমানা আদায় করায় ওই ম্যাজিস্ট্রেটকে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে রিটে আর্জি জানানো হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন দায়ের করা হয়।

‘ভুক্তভোগী’ নারী নাফিজা তুষির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী বদরুদ্দোজা বাবু এই রিট দায়ের করেছেন।

আইনজীবী বদরুদ্দোজা বাবু রিট দায়েরের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী নারীকে কোনোরকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এবং ভ্রাম্যমাণ আদালত আইনের প্রসিডিউর অনুসরণ না করে ২০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া জরিমানা আদায়কালের পুরো ঘটনাটির ভিডিও ধারণ করা হয়, যা পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ভুক্তভোগী নারীর সম্মান ক্ষুণ্ন হয়েছে। এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছি।’

তিনি আরও বলেন, ‘রিটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়কে চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানা আদায়কালে ধারণ করা ভিডিও অবিলম্বে সব মাধ্যম থেকে অপসারণের নির্দেশনা চেয়েছি। এছাড়া এই বিষয়ে ব্যাখ্যা দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট যেন সশরীরে আদালতে উপস্থিত হন; সে বিষয়ে রিটে আর্জি জানানো হয়েছে।’

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী বদরুদ্দোজা বাবু।

গত ১৯ ফেব্রুয়ারি একটি বইয়ের মোড়ক উন্মোচন অতিথি হিসেবে অংশ নিতে বইমেলায় গিয়েছিলেন মডেল-অভিনেত্রী নাজিফা তুষি। মাস্ক ব্যাগে রেখে ঘোরাঘুরির এক পর্যাযে ভ্রাম্যমাণ আদালতের নজরে পড়েন এ অভিনেত্রী। এ সময় তুষিকে ২০০ টাকা অর্থদণ্ড করে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে একজন নির্বাহী হাকিমের সঙ্গে তুষির তর্কে জড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে পড়লে এ নিয়ে প্রতিক্রিয়া দেন অভিনেত্রী। ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ঘটনার ভিডিও ধারণ করলে মেজাজ হারিয়ে তুষি হাকিমকে বলেন, তাকে কেন জনসম্মুখে ‘হেনস্তা’ করা হচ্ছে?

এ সময় তুষির উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা বলেন, ‘এখানে আদালত পরিচালনা হচ্ছে, এটি কোনো শুটিং নয়। আপনি স্বাস্থ্যবিধি মানছেন কি না, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা দেখছি। আপনাকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ২০০ টাকা অর্থদণ্ড দিচ্ছি।’

করোনাকালে মাস্ক না পরে মেলায় ঘোরাফেরার করার জন্য এ সময় দুঃখ প্রকাশ করেন তুষি। তবে সাংবাদিকদের ভিডিও ধারণ নিয়ে প্রতিক্রিয়ায় তুষি বলেন, ‘জিনিসটা (ভিডিও) ভাইরাল হলো; অনেকেই এ নিয়ে কথা বলছে। আমার তো একটা পরিচয় আছে, ব্যক্তিগত জীবন আছে। আমার ভুল হতে পারে, সেটা যে কোনো মানুষেরই হতে পারে। কিন্তু আমার সঙ্গে খোলামেলা কথা বলেন। বারবার বলার পরও ক্যামেরায় শুট করা হচ্ছিল। পরে আমার বন্ধুরাও এসেছিল, ওদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।’

জরিমানার শিকার এ মডেল-অভিনেত্রীর ভাষ্য, ‘আমি তাকে (ম্যাজিস্ট্রেট) বলেছিলাম, আমার কোনো পানিশমেন্ট হলেও সাইডে গিয়ে কথা বলেন। কিন্তু উনি সেটি করছিলেন না। প্রকাশ্যে ভিডিও করা হচ্ছিল। অথচ আমি জরিমানাও দিলাম। অনেক মানুষের সামনে, অনেক ক্যামেরার সামনে আমাকে বারবার হয়রানি করা হচ্ছিল। তখন আমি শাউট করে বলছিলাম, আমাকে হ্যারাস কেন করছেন? আমাকে ফাইন (জরিমানা) করেন, আমি টাকা দিয়ে দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মেলায় অনেক মানুষের মুখে কোনো মাস্ক দেখা যায়নি। এমনকি পুলিশ সদস্যদেরও অনেকে মাস্ক পরেনি। সেটাও বলছি না। কিন্তু আমার পারমিশন (অনুমতি) ছাড়া সেটা ক্যামেরায় কেন নেবেন।’

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

রিট হাইকোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর