Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি-এইচএসসিতে থাকছে না নির্বাচনি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৮

ঢাকা: এ বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষায় থাকছে না নির্বাচনি পরীক্ষা তথা টেস্ট পরীক্ষা। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগের বছরও এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষার আগে নির্বাচনি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থাকছে না। অর্থাৎ এসব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে না।

বোর্ড আরও বলছে, এ বছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল অংশে বরাদ্দ থাকবে ৩০ নম্বর। এই অংশে উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের। আর নৈর্ব্যক্তিক অংশে থাকবে ১৫ নম্বরের।

এছাড়া মানবিক বিভাগে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে সৃজনশীল অংশে থাকবে ৪০ নম্বর। এখানে উত্তর দিতে হবে চারটি প্রশ্নের। এর বাইরে নৈর্ব্যক্তিক অংশে থাকবে ১৫ নম্বরের। তবে কোনো বিষয়ের প্রথম পত্র ৫৫ নম্বরের হলে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৪৫ নম্বরের। দুই পত্র মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

ফাইল ছবি

সারাবাংলা/টিএস/টিআর

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা নির্বাচনি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর