Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিরাজগঞ্জ জেলা আ.লীগে যোগ্য নেতৃত্ব আসবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৬

সিরাজগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকন্যার নির্দেশে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগে যোগ্য নেতৃত্ব আসবে। সম্মেলনের মাধ্যমেই সংগঠন শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়। সে কারণেই এই সম্মেলনের আয়োজন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সম্মেলনস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দীর্ঘ সাত বছর পর সোমবার (২৮ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ করতে রোববার বিকেলে সম্মেলনস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি এদিন নিরাপত্তা নিশ্চিতে সম্মেলনস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এদিকে পরিদর্শনে এসে এস এম কামাল হোসেন বলেন, ‘এবারের সম্মেলন শুধু নেতৃত্ব পরিবর্তনের সম্মেলন নয়। এটা আসন্ন জাতীয় সম্মেলনের জন্য নেতাকর্মীদের উজ্জীবিত করার সম্মেলন। সম্মেলনের মাধ্যমেই সংগঠন শক্তিশালী ঐক্যবদ্ধ হয়। সে কারণেই এই সম্মেলনের আয়োজন।’

কেমন নেতৃত্ব আসবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবার কাছে গ্রহণযোগ্য, যারা দুঃসময়ে দলে শ্রম দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, সব সময় নেতাকর্মীদের খোঁজ-খবর রাখেন, তৃণমূল নেতাকর্মী যাকে চাইবেন সেটার প্রতিফলন ঘটবে এবারের সম্মেলনে। বঙ্গবন্ধুকন্যার নির্দেশে যোগ্য নেতৃত্ব আসবে জেলা আওয়ামী লীগে। যাদের নেতৃত্বে সিরাজগঞ্জ আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ হবে।’

বিজ্ঞাপন

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান জানান, সম্মেলন সুষ্ঠু ও সুন্দর করতে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মীর আগমন ঘটবে। সেজন্য তেমন প্রস্তুতিই নেওয়া হয়েছে।

জেলা লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ তালুকদার বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যাকে নেতৃত্বে আনবেন আমরা তার সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সেটাই মেনে নিয়ে সুসংগঠিত আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করব।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সহ-সভাপতি আব্দুর রহমান, বিমল কুমার দাস, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা হেনরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর