Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়া থেকে গম আমদানির উপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২ ০০:২৪

রাশিয়া থেকে গম আমদানির উপর সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে চীন। চীনের কাস্টমস বিভাগের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কয়েক ঘণ্টা পর এ সিদ্ধান্ত নেয় বেইজিং। চীনের এমন সিদ্ধান্ত যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার অর্থনীতির জন্য একটি বড় খবর। কেননা, ইউক্রেনে হামলা চালানোর কারণে ইউরোপের বেশিরভাগ দেশ রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। ।

বিজ্ঞাপন

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়, এর আগে উদ্ভিদজনিত রোগের বিস্তার ঠেকানোর ব্যবস্থা হিসেবে রাশিয়া থেকে গম আমদানি সীমিত করেছিল চীন। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরকালে চীন রাশিয়া থেকে গম আমদানি ব্যাপারে সম্মত হয়েছিল।

সারাবাংলা/আইই

ইউক্রেন চীন রাশিয়া

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর