Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টির নির্বাচনি ইশতেহার প্রণয়নে কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৭

ঢাকা: জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় নির্বাচনি ইশতেহার প্রণয়ণের উদ্যোগ নিয়েছে। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ইশতেহার প্রণয়নের জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পার্টি চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়-কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের ইশতেহার প্রণয়ন কমিটি গঠন করেছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অপর চার সদস্য হলেন- প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সাকিব রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটিতে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই এই কমিটি নির্বাচনি ইশতেহারের খসড়া প্রণয়ন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাতীয় পার্টি নির্বাচনি ইশতেহার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর