রাশিয়া-ইউক্রেন আলোচনা চলছে
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৭
যুদ্ধের পঞ্চম দিনে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তে দুই পক্ষের বৈঠক চলছে। আলোচনার শুরুতে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ইউক্রেনের প্রতিনিধি দল।
সোমবার ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১২টায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষও একই তথ্য নিশ্চিত করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার মূল বিষয় হলো অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করা। তবে এ ব্যাপারে রাশিয়ার তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে রাশিয়ার তরফ থেকে আলোচনার বিষয়ে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনের সঙ্গে তাদের সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি—যিনি আলোচনার জন্য বেলারুশ ভ্রমণ করছেন—তিনি বলেন, আমাদের অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তিতে পৌঁছানোর আগ্রহ রয়েছে।
এর আগে রোববার রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে শর্তহীন আলোচনায় রাজি হয় ইউক্রেন সরকার।
সারাবাংলা/আইই