Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের মানবাধিকার সভায় অংশ নেবেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:২৯

সের্গেই ল্যাভরভ, ফাইল ছবি

জেনেভায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভায় অংশ নেবেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় রুশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ফলে উদ্ভূত পরিস্থিতিতে এ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাশিয়ার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তাসংস্থা রিয়া এ খবর প্রকাশ করেছে।

এর আগে রোববার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পাল্টা পদক্ষেপ হিসেবে আকাশসীমায় রুশ বিমান চলাচল নিষিদ্ধ করার ঘোষণা দেয় ইইউ।

বিজ্ঞাপন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন রোববার বলেন, আমাদের আকাশপথ প্রতিটি রাশিয়ান বিমানের জন্য বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় রুশ অভিজাতদের ব্যক্তিগত বিমানও থাকবে।

এমন পরিস্থিতি রাশিয়ার কোনো কর্মকর্তার ইউরোপ ভ্রমণ সম্ভব হবে না বলে রিয়া নিউজের খবরে বলা হয়। ফলে রুশ পররাষ্ট্রমন্ত্রী  সের্গেই ল্যাভরভ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভায় অংশ নিতে পারছেন না।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর