বগুড়ায় ধর্ষণ মামলায় মুদি দোকানির যাবজ্জীবন
২৮ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১৯
বগুড়া: ধর্ষণ মামলায় আব্দুস ছামাদ (৬০) নামে এক মুদি দোকানির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়েছে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ সোমবার (২৮ ফেব্রুয়ারি) এই মামলার রায় দেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছাড়াও ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারদণ্ড দেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৭ জুলাই সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার মুদি দোকানি আব্দুস ছামাদের দোকানে এক কিশোরী সদাই করতে যায়। দোকানি তাকে বাড়িতে যাওয়ার কথা বলে কৌশলে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে কাহালু থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ২৯ সেপ্টেম্বর অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে সোমবার এই রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২’র বিশেষ পিপি অ্যাডভোকেট আশেকুর রহমান সুজন জানান, আসামির উপস্থিতে বিচারক রায় ঘোষণা করেছেন।
সারাবাংলা/এমও