Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে আসছে সজনে ডাটা, কেজি ২৫০ টাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪৬

দিনাজপুর: বাজারে এখনো দেশীয় প্রজাতির সজনে ডাটার সরবরাহ নেই বললেই চলে। কিন্তু শীত পেরিয়ে গরম আসার এই সময়ে সজনে ডাটার চাহিদা রয়েছে ক্রেতাদের কাছে। সে চাহিদা মিটছে ভারত থেকে আমদানি করা সজনে ডাটায়। বন্দরে পাইকারি বাজারে আমদানি করা সেই সজনে ডাটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকা দরে। তবে খোলা বাজারে একেক কেজি সজনে ডাটা কিনতে গুনতে হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা!

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি স্থলবন্দর ও স্থানীয় খুচরা বাজার ঘুরে দেখা যায়, এই বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন সজনে ডাটা বোঝাই মিনি ট্রাক প্রবেশ করছে। সংশ্লিষ্টরা জানালেন, এদিনও দু’টি সজনে বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেছে। আর এসব আমদানি করা সজনে ডাটা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে।

বিজ্ঞাপন

হিলি বাজারে ক্রেতা সাহাজন আলী বলেন, বাজারে সব জিনিসের দাম বেশি। শখের বসে একটু সজনে কিনলাম, এর দাম আরও বেশি। ২৫০ গ্রাম সজনে ডাটা কিনলাম ৬০ টাকা দিয়ে। এত দাম হলে আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। কিন্তু মনকে মানানো তো কঠিন।

হিলি খুচরা বাজারের কাঁচামাল বিক্রেতা শাকিল হোসেন বলেন, বাজারে এখনো দেশীয় জাতের সজনে সরবরাহ নেই। এ কারণে ভারত থেকে আমদানি করা সজনে ডাটা আমরা বিক্রি করছি। খুচরায় প্রতি কেজি বিক্রি করছি ২৫০ টাকা করে। চাহিদা থাকলেও দাম বেশি হওয়ায় খুব একটা বিক্রি হচ্ছে না।

সজনে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহবুবুর আলম জানান, ঢাকাসহ দেশের বাজারে বারো মাসই সজনের চাহিদা রয়েছে। এ কারণে ভারতের নাসিক থেকে আমরা সজনে ডাটা আমদানি করছি। আমদানি করা এসব সজনে ডাটা স্থানীয় কাঁচাবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আমরা সরবরাহ করছি। বন্দর থেকে পাইকারি ১৫০ টাকা কেজি দরে সজনে ডাটাগুলো বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনে আমদানি স্বাভাবিক রয়েছে। সজনে যেহেতু কাঁচামাল, তাই এটি যেন আমদানিকারক প্রতিষ্ঠান দ্রুত সময়ে বাজারজাত করতে পারে, সেদিকে লক্ষ রেখে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি।

হিলি কাস্টমসের তথ্য বলছে, গত ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬টি ভারতীয় মিনি ট্রাকে ৪৫ দশমিক ৫৫২ মেট্রিক টন সজনে ডাটা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। হিলি শিপিং ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সজনে আমদানি করছে।

সারাবাংলা/টিআর

ভারত থেকে আমদানি সজনে ডাটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর