Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না ইউক্রেন: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২২ ০০:৪৯

রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সিএনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অঙ্গীকার ব্যক্ত করেন। যেসময় কুলেবা এ সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা শান্তি আলোচনা করছিলেন।

সিএনবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে সংশয় প্রকাশ করে কুলেবা জানান, আলোচনাটি সফল হবে কি না সে ব্যাপারে নিশ্চিত নন তিনি। তিনি বলেন, ‘আমি একজন কূটনীতিক, আলোচনার সাফল্যের উপর আমাকে বিশ্বাস রাখতেই হবে। কিন্তু একইসঙ্গে এখন একজন কূটনীতিক হিসেবে আমার প্রধান লক্ষ্য হলো রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা, ইউক্রেনে আরও অস্ত্র আনা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়াকে যতটা সম্ভব বিচ্ছিন্ন করা। তাই আমি কূটনীতির এই অংশের দিকে মনোনিবেশ করছি।’

বিজ্ঞাপন

মস্কোর উপর নিষেধাজ্ঞায় সাধারণ রুশ নাগরিকরা ভুগবে উল্লেখ করে কুলেবা বলেন, ‘সাধারণ রাশিয়ানদের মুদ্রার অস্থিরতার ধাক্কা সহ্য করতে হবে। রাশিয়ার জনগণ হতবাক এবং তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে প্রেসিডেন্ট পুতিনের এই অন্যায় আগ্রাসনের জন্য তারা কতটা ভুগছে।’

এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সোমবার আগ্রাসনের পঞ্চম দিনে এসে শান্তি আলোচনায় বসে দুই পক্ষে। সোমবার দুপুরে শুরু হয় প্রতিনিধি পর্যায়ের এ বৈঠক। ৫ ঘণ্টা আলোচনা শেষে বৈঠকের প্রথম দফা শেষ হয়েছে।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর