Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে ১২ জনকে পিটিয়ে জখম করলো ‘কিশোর গ্যাং’

লোকাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ১১:৩৬

সাভার (ঢাকা): সাভারে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের চার জনসহ ১২ জনকে পিটিয়ে জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা। মঙ্গলবার (১ মার্চ) সকালে পৌরসভার রেডিওকলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেডিওকলোনি এলাকায় তুষার নামের এক যুবককে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করেন নয়াবাড়ি এলাকার কিশোর গ্যাং সদস্য রবিন ও তার লোকজন। পরে তুষারের চিৎকারে তার পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে গেলে কিশোর গ্যাং সদস্য রবিন, রবিনের বাবা মুসা, আরেক কিশোর গ্যাং সদস্য মাহফুজ, সাজিম ও সাজিমের বাবা সেলিম লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তুষার ও তুষারের বাবা মাজহারুল ইসলাম, তার ভাই হান্নান, সোহেল ও বোন নাজনিনকে এলোপাতারিভাবে পিটিয়ে জখম করে।

বিজ্ঞাপন

এসময় ওই পরিবারকে পথচারীরা বাঁচাতে গেলে কিশোর গ্যাং সদস্যরা আরও সাতজনকে রক্তাক্ত করে পিটিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানায়, উঠতি বয়সী কিশোর গ্যাং সদস্য রবিনের কারণে এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, ‘তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে ঢাকার ধামরাই পৌরসভার মঙ্গলবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ১০ জনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

কিশোর গ্যাং পিটিয়ে জখম সাভার

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর