Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে প্রতিবন্ধী নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ১৫:১৬

সাভার (ঢাকা): সাভারে এক বাক প্রতিবন্ধী নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার চারতলা ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত বাক প্রতিবন্ধী নারী আম্বিয়া বেগম (৭৫) তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী বটতলা এলাকার মৃত আব্দুল লতিফ খাঁনের মেয়ে।

পুলিশ জানায়, বাক প্রতিবন্ধী ওই নারী নিজ বাড়িতে ভাইয়ের সঙ্গে বসবাস করতো। পরে সকালে ফ্ল্যাটের ভিতরে ওই নারীর গলা কাটা মরদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজন সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

এলাকাবাসীর দাবি, ওই নারী তার ভাইদের কাছ থেকে অনেক সম্পত্তির ভাগ পাবেন। সম্পত্তির ভাগ না দিতে তাকে গলা কেটে হত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা।

স্থানীয় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব আলী জানান, ওই নারীর গলা কাটা লাশের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। বিষয়টি তদন্ত করলে তার মৃত্যুর রহস্য উদঘাটন হতে পারে বলে মনে করেন তিনি। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, ‘ওই নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি তারা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/এমও

গলাকাটা মরদেহ প্রতিবন্ধী নারী সাভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর