Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন মহিউদ্দিন চৌধুরী


১৫ ডিসেম্বর ২০১৭ ০৮:৩০

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বর্ষীয়ান রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজীউন)।  বৃহস্পতিবার  দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তার বাবার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার বাদ আসর লালদীঘির ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এই বর্ষীয়ান নেতা বৃহস্পতিবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করলে তাকে নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের এমডি ডা. লিয়াকত আলী খান  রাত ১০টায় গণমাধ্যমকে বলেন, মহিউদ্দিন চৌধুরীর অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হাসপাতালে ভর্তির পর মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পিতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

এর আগে ১১ নভেম্বর রাতে বুকে ব্যথা অনুভব করায় মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে একরাত রাখার পর ১২ নভেম্বর দুপুরে তাঁকে হেলিকপ্টারযোগে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।  ১৬ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুরের অ্যাপোলো গ্লেইন ইগলস হসপিটালে মহিউদ্দিন চৌধুরীর এনজিওগ্রাম ও হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়।

১১ দিন চিকিৎসা শেষে ২৬ নভেম্বর তিনি ঢাকায় ফিরে কিডনি ডায়ালাইসিসের জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সিঙ্গাপুর ও ঢাকায় এক মাস চিকিৎসা শেষে ১২ ডিসেম্বর তিনি চট্টগ্রাম ফিরে আসেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইজেকে

 

আরও পড়ুন:

মাটি ও মানুষের নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কাঁদছে চট্টগ্রাম!
মহিউদ্দিন চৌধুরীর জানাজা বাদ আসর লালদীঘি ময়দানে

 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর