Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক এশিয়ার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ১৮:৩৫

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১ মার্চ) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ব্যাংক এশিয়া ৫০০ কোটি টাকার কুপন বিয়ারিং কন্ডিশনাল পারপেচুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডটির ৫০০ কোটি টাকার মধ্যে ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য পাঁচ হাজার টাকা। বন্ডটির কুপন হার ছয় শতাংশ থেকে ১০ শতাংশ।

বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যাংক এশিয়া অতিরিক্ত টায়ার-১ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

জানা গেছে, প্রাইভেট প্লেসমেন্ট ও প্রাইভেট অফারের ক্ষেত্রে এই বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন এক কোটি টাকা ও পাঁচ হাজার টাকা। এ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইস্যু ম্যানেজার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসার্স লিমিটেড, অ্যারেঞ্জার হিসেবে আইডিএলসি ফাইন্যান্স লিমেটিড কাজ করছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বন্ডটির আন্ডাররাইটার হিসেবে দায়িত্ব পালন করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমন্ট, এমটিবি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট।

সারাবাংলা/জিএস/পিটিএম

বন্ড অনুমোদন ব্যাংক এশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর