বিশ্বজুড়ে রুশ ভদকা বয়কট চলছে
১ মার্চ ২০২২ ২০:৫৯
যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ রুশ ভদকার সবচেয়ে সমোঝদার দেশগুলোর বেশিরভাগ পানশালায় ইভানোভ, রাশিয়ান স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের ভদকা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফরচুন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে পানশালার শেলফ থেকে রুশ ভদকা নামিয়ে সেখানে ইউক্রেনের পতাকা রেখে সংহতি জানানো হচ্ছে।
ফরচুন বলছে, যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যের গভর্নর, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সরকারি নির্দেশনায় শীর্ষ মদ আমদানিকারকরা রুশ ভদকা বয়কট করেছে।
অস্ট্রেলিয়ার শীর্ষ লিকার চেইন ড্যান মারফি এবং বিডব্লিউএস ভদকা আমদানি করছে না বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
এর আগে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে বৈশ্বিক জ্বালানি, গাড়ি নির্মাতা এবং আইনি প্রতিষ্ঠানগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নেয়।
সারাবাংলা/একেএম