Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিয়েভে হামলার হুমকি মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২২ ২২:০৩ | আপডেট: ১ মার্চ ২০২২ ২৩:১১

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যেই তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের সুনির্দিষ্ট কয়েকটি নিশানায় হামলা চালানোর হুমকি দিয়েছে। একইসঙ্গে, হামলার ব্যাপারে অধিবাসীদের সতর্ক করে নগরী ছাড়ার পরামর্শও দিয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) স্থানীয় সময় বিকেলে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, কিয়েভে ইউক্রেন সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) প্রযুক্তি কেন্দ্র এবং সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড সাইকোলোজিক্যাল অপারেশনসকে নিশানা করে হামলা চালানোর প্রস্তুতি চলছে। ওই স্থাপনা সংলগ্ন এলাকা থেকে অধিবাসীদেরকে অন্যত্র সরে যাওয়ার আহ্বান।

বিজ্ঞাপন

রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার বন্ধে এই হামলা বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ কিয়েভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর