Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্কের ৫০ বছর উদযাপনের লোগো উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ২০:৩৩

ঢাকা: বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে একটি লোগো উন্মোচন করা হয়েছে। ব্যাংককে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পরামর্শক কমিটির বৈঠকের শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং থাইল্যান্ডের পররাষ্ট্র সচিব থানি থংফাকদি যৌথভাবে এ লোগো উন্মোচন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১ মার্চ) ব্যাংককে বৈঠকে মিলিত হন দুই দেশের পররাষ্ট্র সচিব।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় বলছে, বৈঠকের আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাইয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।

বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে আরও জোরদার করতে উভয় পক্ষ গভীর আগ্রহ প্রকাশ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় পরামর্শক কমিটির বৈঠকে দুই দেশের পররাষ্ট্র সচিব নিজ দেশের স্বার্থে নতুন নতুন ক্ষেত্র সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনা করেন। তাদের আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক স্বার্থের বিষয়ে সহযোগিতার বিষয়টিও উঠে এসেছে।

বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে আরও সুসংহত করার জন্য নিয়মিত সফর এবং সমস্ত দ্বিপাক্ষিক প্রক্রিয়া আরও বেশি সক্রিয় করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের পক্ষ থেকে এ বছর পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকা সফরের জন্য থাই পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

সারাবাংলা/টিএস/টিআর

দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ-থাইল্যান্ড লোগো উন্মোচন সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর